#সিলেট বিভাগ

হবিগঞ্জে করোনায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার মৃত্যু !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সোহরাব আলী (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের করোনা আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ বানিজ্যিক এলাকার মৃত ছুরত আলীর ছেলে। তার গ্রামে বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার চিরি গ্রামে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় করোনা আক্রান্ত রোগী সোহরাব আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এর পুর্বে ২০ আগস্ট তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, করোনা ছাড়াও ওই রোগীর ডায়বেটিস, হার্ট ও ব্লাড প্রেসার সমস্যা ছিল।

হবিগঞ্জে করোনায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার মৃত্যু !

The Man behind the Brush….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *