#সিলেট বিভাগ

স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলো শাহজালাল (রহ:) এর ওরস।

সিলেট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের মধ্যে সীমিত আকারে শেষ হয়েছে হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০২তম ওরস।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মাজার পরিচালনা কমিটির সদস্যরা গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। এরপর রাত ১০টার দিকে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওরস।

এদিকে ওরসের দিন সকালে মানুষের সমাগম না থাকলেও সন্ধ্যার পরে বাড়তে থাকে ভক্তদের সংখ্যা। ভিড়ের কারণে ব্যাহত হয় সামাজিক দূরত্ব।

মাজার কর্তৃপক্ষের দাবি, করোনাভাইরাসের কারণে এবার ওরস বাতিল করা হয়েছে। এ জন্য কাউকে বলা হয়নি। আর মানুষের ভিড় যাতে না হয় সেজন্য সকালে আমরা কাউকে না জানিয়ে গিলাফ ছড়াই। সে সময় মাজার প্রাঙ্গণে ১০/১৫ জন লোক ছিল।

তবে দুপুরের দিকে কেউ একজন ফেসবুক লাইভে রাতে মিলাদের বিষয়টি জানিয়ে দেওয়ায় আশেপাশের মানুষজন চলে আসেন। আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য। কিন্তু কেউ কথা শোনেননি।

গত ১২ জুন শাহজালাল (রহ.) এর দরগাহ অফিসে মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান সংবাদ সম্মেলনে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় হযরত শাহজালাল (রহ:) এর ৭০২তম বার্ষিক ওরস এবার হচ্ছে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *