#সিলেট বিভাগ

সুরমা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার।

সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকার সুরমা নদী থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া দশটায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ সুরমা নদীর উত্তর পাড় থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন জানান- ‘স্থানীয় জনতা মরদেহ নদীতে ভেসে আসতে দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল দিলে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। এখনো আমরা তার পরিচয় সনাক্ত করতে পারেনি। তার পরিচয় সনাক্তে আমরা কাজ করছি। ইতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুষঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে সংবাদ প্রেরণ করা হয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *