#সিলেট বিভাগ

সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে ১০জন গ্রেপ্তার।

সিলেট প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি ও নগদ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র‍্যাব।

প্রতিদিন জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়- এমন অভিযোগ পেয়ে র‍্যাব -৯ এর একটি টিম এসআই খালেখুজ্জামানের নেতৃত্বে ভোরে বিশেষ অভিযান চালিয়ে দলনেতা এমদাদ আফিন্দীসহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক গ্রেপ্তার হওয়া অন্যদের নাম পরিচয় দেওয়া যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‌্যাব।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় নৌ-পথের এই ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *