#সিলেট বিভাগ

সুবিদবাজারে ছিনতাই হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট শহরের সুবিদবাজার থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামাল সহ ট্রাক উদ্ধার ও তিন ছিনতাকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর শেখঘাট কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ তিন জনকে আটক করে ও ৩শ বস্তা সিমেন্টও উদ্ধার করে।

বিমান বন্দর থানার ওসি এস এসম শাহাদত হোসেন জানান, বেলা দুটার দিকে এসএমপি উত্তর এর ডিসির নেতৃত্বে নগরীর শেখঘাট কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করা হয় ।

আটককৃতরা হলো রুম্মন, মাইদুল ও মোবারক। এরা সকলেই নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা বলে জানান ওসি শাহাদত।

জানা গেছে, গত সোমবার রাতে ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে ৩শ বস্তা সিমেন্ট নিয়ে কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে মো. আবদুস শহীদের মালিকানাধীন শহীদ ট্রেডার্সে যাচ্ছিল ট্রাকটি। ভোর রাত ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১৪-০৬৬৩) চালককে আটকে রাখে।পরে চালক মো. সুমন মিয়াকে ভোর সাড়ে ৫টার দিকে অপহরণকারীরা একটি সিএনজি অটোরিকশায় তুলে চালক সুমন মিয়াকে মদিনা মার্কেট এলাকায় নিয়ে ছেড়ে আসে আর ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সুমন মিয়া ও ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে।

অভিযানকালে দুপুরের দিকে নগরীর শেখঘাট কলাপাড়া থেকে সিমেন্ট বোঝাই ট্রাকসহ ৩ ছিনতাইকারীকে আটক করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *