সিসিকের অভিযানে ব্যাটারিচালিত রিকশা ও টমটম আটক।

সিলেট প্রতিনিধিঃ
সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
সিসিকের ভ্রাম্যমাণ আদালত সোমবার (৮ নভেম্বর) সিলেট নগরীর কাজিরবাজার, ঘাসীটুলা, কারিশাইল, চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগাহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি টমটম ও ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছেন।
অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায়।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নুসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।