#সিলেট বিভাগ

সিলেট বিভাগে তৃণমূল বিএনপির মনোনয়ন পেলেন ১৮ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট বিভাগের ১৮জনসহ ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা অনুপস্থিত ছিলেন। দল ঘোষিত প্রার্থীদের মধ্যে ৬ জন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, সুনামগঞ্জ-৩ আসনে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, লক্ষ¥ীপুর-১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ ও মেহেরপুর-২ আসনে আবদুল গণি।

গতকাল বুধবার পর্যন্ত সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী হচ্ছেন, সিলেট-১ আসনে হাফিজ মো. রইছ উদ্দিন, সিলেট-২ আসনে ড. এ এম খান, সিলেট-৩ আসনে আমিনুল ইসলাম ড্যানী, সিলেট-৪ আসনে আবুল হোসেন, সিলেট-৫ আসনে কায়সার আহমেদ কাউসার ও কুতুব উদ্দিন শিকদার, সিলেট-৬ আসনে সমশের মুবিন চৌধুরী, সুনামগঞ্জ- ১ আসনে মাওলানা আশরাফ আলী মাদানী ও মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ- ৫ আসনে আবু সালেহ, মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, মৌলভীবাজার-৩ আসনে মিছবাহ উদ্দিন, মৌলভীবাজার-৪ আসনে কবির আহমদ বাবর ও মো. মইনুর রশীদ চৌধুরী এবং হবিগঞ্জ-২ আসনে এডভোকেট খায়রুল আলম ও সাদিকুর মিয়া তালুকদার মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার তিনদিন পর তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়েই চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *