#সিলেট বিভাগ

সিলেট নগরীর চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা।

সিলেট প্রতিনিধিঃ করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেল কর্তৃপক্ষকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর মিরবক্সটুলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টেকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এবং ১০ হাজার টাকা কনে ও বরপক্ষকে জরিমানা করা হয়েছে। এছাড়া, নগরীর তালতালার হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। শুক্রবার সিলেটে ৩ জন মৃত্যু বরণ করেছেন। এছাড়া, গতকাল দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *