সিলেট ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিস্তর অভিযোগ।
সিলেট প্রতিনিধিঃ
দীর্ঘ দিন পর সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ। আর মহানগর কমিটিতে সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নাঈম আহমদ। শীঘ্রই বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সাথে সাথে সিলেট ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ অস্থির হয়ে ওঠে। পদবঞ্চিতরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল এবং টায়ারে আগুন দিয়ে অবরোধ করে।
এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ গুরুতর অভিযোগ করেছেন,তিনি বলেন, জেলা ও মহানগর ছাত্রলীগের ৪টি শীর্ষ পদের প্রতিটি ৩০ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামাদ এই অভিযোগ করেন।
শাহরিয়ার আলম সামাদের এই অভিযোগ সম্পর্কে তাৎক্ষনিকভাবে জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতির বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যাকাণ্ডের পর ২০১৭ সালের ১৮ অক্টোবর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। আর সিলেট সিটি করপোরেশন নির্বাচনের পর ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়েছিল মহানগর ছাত্রলীগের কমিটি। এরপর থেকে কমিটি ছাড়াই চলছিল সিলেট ছাত্রলীগ। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতার অনুসারী হিসেবে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপ-উপগ্রুপে সক্রিয় ছিলেন নেতা কর্মীরা।





