#সিলেট বিভাগ

সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা।

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় কারাদন্ডপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে কয়েদি রুবেল মিয়া আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মারা যাওয়া রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ। রুবেল ২০১৬ সাল থেকে কারাভোগ করছেন। একটি হত্যা মামলায় তার ৩০ বছরের সাজা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। রুবেলের মরদেহ ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *