#সিলেট বিভাগ

সিলেটে সহপাঠিদের হাতে কিশোর খুন।

সিলেট প্রতিনিধি:
সিলেটে পূর্ব বিরোধের জের ধরে সহপাঠিদের ছুরিকাঘাতে আরমান হোসেন (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে নগরের জল্লারপার ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জ‌ড়িত সন্দেহে শিপলু নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নিহত কিশোরের নাম আরমান হোসেন সুনামগঞ্জের তা‌হিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং নগরের জল্লারপার জামতলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত।

জানা যায়, রাতে জল্লারপার এলাকায় আড্ডা দিচ্ছিল আরমান। এ সময় পূর্ব বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন কিশোর।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেনকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আরমান হোসেনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জ‌ড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শিপলু নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ শিপলু-ই আমরানকে খুন করিয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের পর প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *