সিলেটে লকডাউন অমান্য করায় ৩৫০টি মামলা।
১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলাকালে আইন অমান্য করে সড়কে চলাচল করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয় থানা এলাকায় ৩৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৪২০টি গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এক ক্ষুদে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ এপ্রিল থেকে সারা দেশের মতো সিলেটেও শুরু হয় লকডাউন। প্রথমদিকের লকডাউন তেমন কঠোরভাবে বাস্তবায়ন না হলেও ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়ন হচ্ছে কঠোরভাবে। এসময় পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব মামলা দায়ের ও গাড়ি জব্দ করে তুলে নিয়ে যায়।
পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতও আইন অমান্যকারীদের বিরুদ্ধে দিচ্ছে মামলা।





