#সিলেট বিভাগ

সিলেটে করোনা মহামারীতে আরো ১১ জনের মৃত্যু।

করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪৩ জনের।

সিলেট স্বাস্থ্য বিভাগের জানা যায়, মারা যাওয়া ১১ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩জন ও সুনামগঞ্জে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮৮৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬৪৪ জন, ওসমানী হাসপাতালে ৬৮ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ৬৭ জনের মৃত্যু হলো। ২৪ ঘন্টায় ১০৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪৩ জনের। শনাক্তের হার ৩২.৬৪ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৮ হাজার ৪৫২ জনের পজিটিভ শনাক্ত হলো।

২৪ ঘন্টায় হাসপাাতালে ভর্তি ২৫ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৪০ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৪৭৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৬১৭২ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *