#সিলেট বিভাগ

সিলেটে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার।

সিলেট প্রতিনিধি :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ থেকে শাইস্তা মিয়া (৫০) নামে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাইস্তা মিয়া শাইস্তা মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে সিলেট শহর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। শহর থেকে বেরোনোর মিনিট দশেক পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মৃত দেহ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *