#সিলেট বিভাগ

সিলেটে আরও ৭৫ জনের দেহে করোনা শনাক্ত

সিলেটে দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে শনাক্ত হয় আরও ৩৬ জনের। শনিবার শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৩০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৪০২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৮ জন। সিলেট বিভাগে করোনায় এখন পর্যন্ত ১৫৮ জন মারা গেছেন।

শনিবার সিলেট জেলার ৪২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫৪ জনে। এছাড়া সুনামগঞ্জে মোট এক হাজার ৭৫১ জন, হবিগঞ্জে মোট এক হাজার ৩৭৬ জন ও মৌলভীবাজারে মোট এক হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী জুয়েল বলেন, শনিবার তাদের ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের ৬ জন ও হবিগঞ্জের ২০ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারের ৩ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জের ২ জন করে বাসিন্দা রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *