#সিলেট বিভাগ

সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান।

সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধ ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট। আজ সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন। অভিযানে ১৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে পরিবেশের ছাড়পত্রহীন মিনি স্টোন ক্রাশার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এসময় প্রায় অর্ধশত স্টোন ক্রাশার মেশিন বন্ধ করে দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিন মালিকদের ১৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অভিযান শেষে পাথর আমদানিকারক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় ক্রাশার মেশিন মালিক সমিতির সদস্য এবং স্থানীয় সাংবাদিক ও উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে পরিবেশ অধিদপ্তর। সভায় শুক্রবার ও শনিবার ক্রাশার মেশিন বন্ধ রাখাসহ দিনে দুইবার পানি ছিটানো এবং দ্রুত ক্রাশিং জোন স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন বলেন, পরিবেশ সুন্দর রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *