সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।
মৌলভীবাজারে চার দিনের ব্যবধানে ফের মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার(১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের কর্মকর্তা আবু নাসের মো. রাসেল।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে, ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে একটি তেলবাহী একটি ওয়াগনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ২৪ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।





