সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
সিলেট প্রতিনিধি:
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ উল আযহা আত্মত্যাগের আনন্দ। এই দিনে ইব্রাহিম (আ.) আত্মত্যাগের এক মহিমা সৃষ্টি করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তার আদেশে ইব্রাহিম (আ.) আপন ছেলেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। সেই ঘটনা স্মরণ করে মুসলমান বিশ্ব প্রতি বছর ঈদ উল আযহা পালন করে থাকে। এই ঈদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আল্লাহর আদেশে মানুষের মঙ্গলের জন্য আত্মোৎসর্গ।
তিনি আরও বলেন, এই বছর আমাদের জন্য বিশেষ সুযোগ এসেছে। এই বছর অনেক লোক বন্যায় দুর্গত, বড় কষ্টে আছে। এই সময়ে আল্লাহর মেহেরবানি, সন্তুষ্টি পাওয়ার জন্য সবাই যদি আত্মোৎসর্গ করেন। মানুষের জন্য উৎসর্গ করেন, তাহলে সেটি আর্শিবাদ হবে। ঈদের দিনে যত ধরণের হিংসা-বিদ্বেষ, ঘৃণা এগুলো দূর করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের উপকারে কাজে লাগবেন। সে প্রতিজ্ঞা করে সবাই অগ্রসর হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এই ঈদের দিনে আমরা সকলে একে অপরকে ভাই হিসেবে, বোন হিসেবে গ্রহণ করবো। মাতা-পিতাকে সম্মান করবো। সন্তানদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবো না। এগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিলে ঈদের মহিমা এবং ঈদ উদযাপনের যথার্থতা আসবে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন তিনি।
ঈদ আনন্দের সাথে, উৎসর্গ করার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। সেই আনন্দ আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব।





