সিলগালা করে দেয়া হয়েছে ভোজনবাড়ি রেস্টুরেন্ট।
সিলেট নগরীতে পচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকার দায়ে ভোজনবাড়ি রেস্টুরেন্টটি সিলগালা দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত। একই সময়ে ভ্রাম্যমান আদালত পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করেন র্যাবের ম্যাজিস্ট্রেট।
এসময় ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যায় র্যাব। এই দুজনসহ মোট ৩জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় আটককৃত ৩জনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। এ মামলায়
গ্রেফতারকৃতরা হলেন- তুরাব আলী, সুভ চন্দ্র, সৈয়দ মখদ্দিস আলী। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, র্যাব ভোজনবাড়ি থেকে আটককৃত ২জন ও অন্য আরেকজনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।





