সাবেক এমপি শফি চৌধুরী বিএনপি থেকে বহিষ্কার।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ সকল পদ থেকে শফি চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে বহিষ্কার করা হয়।
বিবৃতিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ায় গত ১৫ জুন তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়। ১৮ জুন শোকজের জবাব দেন তিনি। তিনি শোকজ সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো মর্মে জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন শফি আহমদ চৌধুরী।





