#সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌরসভা নির্বাচনে বিএনপির একজন প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি সহজ পেয়েছে। আওয়ামী লীগের বর্তমান মেয়রসহ তিনজন বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদ আহমেদ অলি ৯শ ভোটের ব্যবধানে সহজেই জয় লাভ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ঘোষিত ফলাফলে জানা যায়, দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি ৪ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো: ছালেক মিয়া নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৯৯ ভোট, বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার চামচ মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট, মোঃ আবুল কাসেম জগ মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৫২২ ভোট।

শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন। নয়টি ওয়ার্ডের ৪৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৫ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১৩ হাজার ২৪৩ ও বাতিল হয়েছে ৪৪ টি ভোট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *