#সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জে লকডাউন অমান্য করায় জরিমানা।

এম হায়দার চৌধুরী। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন।
লকডাউন বিধি অমান্য করায় পাঁচ প্রতিষ্ঠান ও মাস্ক ব্যবহার না করার অপরাধে চারজনকে জরিমানা গুনতে হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার পুরানবাজার, দাউদনগর বাজার, আলীগঞ্জ বাজার, নতুনব্রীজ, অলিপুর, পুরাই কলা বাজার, সুতাং বাজার, বাছিরগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় আইন অমান্য করার অপরাধে বেঙ্গল ফুডকে ৭শ টাকা, কাশফুলকে ৫শ টাকা, অনিক হোটেলকে ৫শ টাকা, আজগর হোটেলকে ২শ টাকা, টুটুল টেলিকমকে ৪শ টাকা ও মাস্ক না পরার অপরাধে রাজন মিয়াকে ১শ টাকা, শান্ত দেবকে ১শ টাকা, কাউছার মিয়াকে ১শ টাকা, এমরান মিয়াকে ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আফিয়া আমিন।

এদিকে, ঢাকা সিলেট মহাসড়কে পয়েন্টে পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট। মহাসড়ক ও অনেকটাই ফাঁকা বলা চলে। কেবলমাত্র কিছু ট্রাক ও কভার ভ্যান মহাসড়কে পণ্য নিয়ে চলতে দেখা গেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, লকডাউন নিশ্চিত করতে আমরা খুবই তৎপর আছি এবং কঠোরভাবে লকডাউনকে সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পক্ষ থেকে টহল এবং মনিটরিং টিম যথাযথভাবেই মাঠে কাজ করে যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, মনে হচ্ছে জনগণ বিষয়টিকে আমলে নিয়েছেন যে কারণে কোনো রকম দোকানপাট খোলা পাওয়া যায়নি এবং আশা রাখছি আমরা জনগণকে বুঝাতে সক্ষম হয়েছি এবং জনগণ সেটি মেনে নিয়েছেন। এছাড়াও আমরা মাঠে তৎপর রয়েছি। আমাদের সাথে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র্য্যাব টহলে আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *