শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে !
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাইকেল আরোহী রাজমিস্ত্রি সোহেল নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ আগষ্ট) দুপুর ১ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুর নামক স্থানে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রী সোহেল মিয়া। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কলেজ ছাত্র কিবরিয়া খান । গুরুতর আহত কিবরিয়া খানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নিহত রাজমিস্ত্রি সোহেল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। সে জীবিকার তাগিদে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করতো। বাড়িতে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ থেকে মোটর সাইকেলে রওয়ানা হয়ে পথিমধ্যেই জগতপুরে দূর্ঘটনায় মারা যায় সোহেল। সোহেলের আর বাড়িতে যাওয়া হলোনা।
এ বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।





