#সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জের ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গৃহহীন, অসহায় ও ছিন্নমূল মানুষের মলিন মুখে হাসি ফুটিয়েছেন শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্মে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় ছেঁড়া চাদর গায়ে প্লাটফর্মে ঘুমিয়ে থাকা জরিনা বিবির গায়ে একটি কম্বল জড়িয়ে দেন ইউএনও। শীতের রাতে কম্বল পেয়ে অনেক খুশি হলেন এ বৃদ্ধা। এভাবে জংশনের প্লাটফর্মে ছিন্ন বস্ত্র মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা রমিজ মিয়া, ফুলবানু, খেলু মিয়াসহ আরও ৩০ জন ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম। এমন হীমেল রাতে উষ্ণ কম্বল পেয়ে ছিন্নমূল লোকেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউএনও স্যার আমাদের কষ্ট বুঝে এ মানবিক সহযোগীতা করলেন। আমরা তার কাছে চির কৃতজ্ঞ রইলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, প্রচণ্ড শীত পড়েছে। কয়েকদিন পূর্বে রাতে ট্রেন থেকে নেমে চোখে পড়ে ছিন্নমূল লোকরা শীতের রাতে একটি ছেঁড়া চাদর নিয়ে কষ্ট করে ঘুমিয়ে আছে। আজ তাদের গায়ে কম্বল দিয়ে মনে তৃপ্তি পেলাম। শায়েস্তাগঞ্জের ছিন্নমূল লোকদের কাছে এভাবে কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার এ চেষ্টা অব্যাহত থাকবে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলামের এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *