#সিলেট বিভাগ

শাবি শিক্ষকের আত্মহত্যা !

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর ড. আলমগীর কবির।

তিনি বলেন, মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখন বলা যাচ্ছে না। তার মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে শাবিপ্রবি শিক্ষক হিসেবে যোগদান করেন। চলতি বছরের আগস্ট মাসের মধ্যবর্তী সময় উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *