#সিলেট বিভাগ

লকডাউনের তৃতীয় দিনে নগরীতে যানবাহন আটক ও মামলা অব্যাহত।

সিলেট প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান সাতদিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সিলেট নগরে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লকডাউন বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে বিভিন্ন স্থানে ১৬ টি চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করে।

সকাল থেকে রাত পর্যন্ত এসব চেকপোস্টে পুলিশের হাতে আটক হয়েছে ২১৮টি যানবাহন। আর মামলা দায়ের হয়েছে ১১৯ যানবাহনের বিরুদ্ধে।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৩ টি, মোটরসাইকেল ৬০ টি, প্রাইভেট কার ১৭ টি ও অন্যান্য ৯ টি মামলাসহ সর্বমোট ১১৯টি মামলা দায়ের করা হয়।

এছাড়া সিএনজি অটোরিকশা ৫১ টি, মোটরসাইকেল ৮৫ টি, প্রাইভেট কার ৬ টি, অন্যান্য ৭৬ টি সহ ২১৮ টি যানবাহন আটক করা হয়।

অপরদিকে পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে ৭৬ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় এবং ১ জনকে আটকও করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *