#সিলেট বিভাগ

রায়হান হত্যা মামলায় আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন।

সিলেট প্রতিনিধি :
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরু হয়। এডভোকেট নওশাদ আহমদ বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১০ মে বাদির সাক্ষ্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহন শুরু হবে।

এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) চার্জশিট গঠনের তারিখ নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় মামলায় চার্জ গঠন সম্ভব হয়নি। এর আজ সোমবার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে আজ দুপুরে ১টার দিকে রায়হন আহমদ হত্যা মামলার মূল আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এস.আই আকবর হোসনে ভুইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

মামলার অভিযুক্তরা হলেন, বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *