#সিলেট বিভাগ

মাস্ক ব্যবহার না করায় কমলগঞ্জে ৮ জনকে জরিমানা।

সিলেট প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না ব্যবহারের দায়ে ক্রেতা-বিক্রেতাসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার শমশেরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা যায়, করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, ওমিক্রন রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না ব্যবহার করায় ৮ জনকে ও ড্রাগ এ্যাক্ট ১৯৪০ আইনে ৩ জনসহ ১১টি মামলায় ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *