মাধবপুরে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার !
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিরাজ আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ মার্চ সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।
নিহত সিরাজ আলী উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী জয়নগর গ্রামের আব্বাস আলীর ছেলে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দেব নগর গ্রামের অহিদ আলীর ছেলে বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
নিহতের ভাই সাহেদ আলীর দাবি তার ভাইকে হত্যা করে সীমান্তে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। রোববার সন্ধ্যায় সিরাজ আলী বাড়ি থেকে বের হন। পরদিন তার লাশ স্থানীয়রা ভারতীয় সীমান্তে একটি গাছের সাথে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ সহ পুলিশ ঘটনাস্থয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট না আসা পর্যন্ত এ মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। পুলিশ গুরুত্ব দিয়ে বিষটি দেখছে বলে জানান মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।





