ভারত ফেরত হবিগঞ্জের ৮ ব্যক্তি ‘কোয়ারেন্টাইনে’ !
হবিগঞ্জ প্রতিনিধি:: ভারত থেকে হবিগঞ্জে ফেরত আসার পর ৮ নারী-পুরুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগতরা চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
সোমবার (১০ মে) রাত পৌনে ১১টায় এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে আটজনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা নেগেটিভ এসেছে। এছাড়া আজ মঙ্গলবার বাকি চারজনের নমুনা পরীক্ষা করা হবে।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে দুইজন নারী ও দুইজন পুরুষ ভারত থেকে হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে আসেন। পুলিশের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। আবার একই সীমান্ত দিয়ে রোববার (৯ মে) হবিগঞ্জের চুনারুঘাটে আসেন আরও চারজন নারী-পুরুষ। তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে এ চারজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, ভারত থেকে ফিরে ওই আটজন তাদের বাড়িতে গিয়েছিলেন। পুলিশের সহায়তায় তাদের কোয়ারেন্টিনে এনেছে স্বাস্থ্য বিভাগ। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।





