#সিলেট বিভাগ

ভারতীয় মদসহ যুবক গ্রেফতার !

সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)।

আটককৃত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের রেফাত আলীর ছেলে আলী রাজ (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বিওপির হাবিলদার রামেন্দ্র কুমার রায়ের নেতৃত্বে নিয়মিত একটি টহল দল সীমান্তবর্তী সায়েদাবাদ নামক স্থানে আলী রাজের চলাফেরায় সন্দেহ হলে, বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে বিশেষ স্থানে রাখা ১২ বোতল ভারতীয় মদ ও এক বোতল বিয়ার উদ্ধার করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *