#সিলেট বিভাগ

বিশ্বনাথে রোহিঙ্গা যুবক আটক।

তিনদিন আগে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে উখিয়ার ১১নং ক্যাম্প থেকে বেরিয়ে আসে রোহিঙ্গা যুবক। তার নাম মো. আবু তাহের।

সে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু খানার শিলখালী গ্রামের আবুল হোসেনের পুত্র।

আবু তাহের সোমবার মাগরিবের নামাজ পড়ে বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজারস্থ জামেয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের কাছে সে সাহায্যের আবেদন জানায়। মুসল্লিরা অর্থ প্রদানের প্রাক্কালে বিভিন্ন প্রশ্ন করলে সে অসংলগ্ন আচরণ করে। সন্দেহ হওয়ায় মুসল্লিরা তাকে আটক করে জেরা করতে থাকলে সে এক পর্যায়ে স্বীকার করে। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, তারা ইতিমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। অতি দ্রুত রোহিঙ্গা যুবক আবু তাহেরকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *