#সিলেট বিভাগ

বিলেত ফেরত ৪২ প্রবাসী কোয়ারেন্টিনে।

লন্ডন থেকে গতকাল সোমবার আগত প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে থাকতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নগরীর উন্নতমানের ১০টি আবাসিক হোটেল। এর মধ্যে সোমবার আসা ৪২জন প্রবাসীকে রাখা হয়েছে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলি গেইট এবং আরও কয়েকটি হোটেলে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ জন প্রবাসী ওই ২ হোটেলে উঠেছেন। বাকিরা অন্য হোটেলে উঠবেন বলে জানা গেছে। তবে প্রবাসীরা এসব নিয়ম মানতে নারাজ। তারা বলেছেন, করোনার রিপোর্ট নেগেটিভ থাকা স্বত্তেও কেন কোয়ারেন্টিনে তাদের থাকতে হবে।

বিষয়টি সোমবার সন্ধ্যায় জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের। তিনি বলেন, প্রবাসীরা হোটেল ভাড়া বেশির অভিযোগে হোটেলে উঠতে আপত্তি জানান। এজন্য বুকিং দিতে দেরি হয়েছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮ জন প্রবাসী হোটেল স্টার প্যাসিফিক ও ৭ জন হোটেল হলি গেইটে পরিবার নিয়ে উঠেছেন। বাকিরা আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা অন্য কোনো হোটেলে উঠবেন বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *