বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কলার্সহোমের শিক্ষার্থীর মৃত্যু।
সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর আম্বরখানা ঘূর্ণী আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শাহিরুল হক চৌধুরী (১৫)। সে সিলেট স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিরুল হক চৌধুরী ঘূর্ণী আবাসিক এলাকার মাহমুদ চৌধুরীর ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় আজ (শুক্রবার) জুমার নামাজের পর বিদ্যুৎ চলে যাওয়ায় সে আই, পি, এস এ পানি দিতে যায় এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ শাহিরুল।
পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী কাওছার জাহান জানান, শাহিরুল হক চৌধুরী খুবই ভদ্র এবং বিনয়ী ছিল, সে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারীতে ঘূর্ণী আবাসিক এলাকার বাতাস ভারী হয়ে উঠে।





