বিছনাকান্দিতে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু !
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের পর্যটন স্পট বিছনাকান্দি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-সিলেট নগরীর ৫ নং ওয়ার্ডের গোয়াইটুলা মল্লিকা আবাসিক এলাকার মৃত পান্নু মিয়ার পুত্র সাগর ও একই এলাকার আলী হোসেনের পুত্র রুমেল।
গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের এএসপি প্রবাস সিংহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে আহত দুই কিশোরকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছানাকান্দি বেড়াতে যায় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ কিশোর। লোকাল গাড়িতে করে তারা পর্যটন স্পট বিছানাকান্দিতে যায়। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে তাদের সন্ধান পান এক নৌকা চালক।
সিলেট ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মঈন উদ্দিন জানান, দুই কিশোর বিছনাকান্দি এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বিছনাকান্দি সংলগ্ন পীরেরবাজার এলাকায় নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।





