বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিসিকের অভিযান।
সিলেট সিটি কর্পোরেশনের অভিযানে এক লাখ ৪৮ হাজার ৭শ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে।
সোমবার (১৪ জুন) নগরের কালিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা।
বকেয়া হোল্ডিং টেক্স আদায়ে নগরের কালিঘাট এলাকায় অন্তত ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে অভিযান পরিচালনা করে এক লাখ ৪৮ হাজার ৭শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।
অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।





