ফিজাকে এক লক্ষ টাকা জরিমানা।
সিলেটের অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর ফিজা এন্ড কোং এর মেজরটিলাস্থ শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অগাস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। তার নেতৃত্বেই হয় অভিযান।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে ।
তিনি আরো বলেন, ভোক্তাদের অধিকার, পণ্য ও সেবার মান নিশ্চিত করতে এরকম অভিযান অব্যাহত থাকবে।





