পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সংস্কার হচ্ছে নাইওরপুল-টিলাগড় সড়ক।
সিলেট প্রতিনিধিঃ
সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুর মোমেন-এর প্রচেষ্টায় সিলেট নগরী থেকে তামাবিলমুখী নাইওরপুল-টিলাগড় সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এই সড়কের মালিকানা যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ।
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ এই সড়ক।
সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ফেইস বুকে পোস্ট দিয়ে জানালেন-
আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে নাইওরপুল-টিলাগড় সড়কটিতে শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। চলমান ড্রেন সংস্কারের কাজ শেষ হলেই শুরু হবে সড়কের কাজ।
তিনি ফেসবুকে লেখেন- ‘‘প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আপানারা যারা নগরীর নাইওরপুল থেকে সিলেট-তামাবিল সড়ক ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যান তারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। ভাঙাচোরা রাস্তার কারণে দিন দিন এই দুর্ভোগ বেড়েই চলছিল। কিন্তু রাস্তাটি সড়ক ও জনপথের মালিকানাধীন হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকেও মেরামত করা সম্ভব হচ্ছিল না। নাইওরপুল-টিলাগড় রাস্তার বড় একটি অংশ আমার ওয়ার্ডের অন্তর্ভূক্ত হওয়ায় বিভিন্ন সময় অনেকে এ ব্যাপারে আমার কাছেও তাদের ভোগান্তির কথা জানিয়েছেন।
অবশেষে এই রাস্তা নিয়ে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। এসপল্টের মাধ্যমে এই রাস্তাটি ঠেকসই মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আলোকিত- উন্নত সিলেটের স্বপ্নদ্রষ্টা ড. এ কে আবদুল মোমেন এমপি মহোদয় এই দুর্ভোগের বিষয়টি জানতে পেরে সিটি করপোরেশনের মাধ্যমে সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারও নিয়োগ দেয়া হয়েছে।
নাইওরপুল-টিলাগড় রাস্তার পাশে পানির লাইন ও ড্রেন নির্মাণের যে কাজ চলছে, সেটি শেষ হলেই শুরু হবে সড়ক মেরামতের কাজ। আশা করছি পানির লাইন ও ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদাররা জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে তাদের কাজ দ্রুত সম্পন্ন করবেন।’’





