#সিলেট বিভাগ

নিখোঁজ মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করলো ওসমানীনগর থানা পুলিশ।

সিলেট প্রতিনিধি : নিখোঁজের এক বছর পর সিলেটের ওসমানীনগর উপজেলার লায়েক আহমদ (২৬) নামের মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লায়েক এক বছর পূর্বে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর বড় ভাই ছালিক আহমদ (৪৫) সহ পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান লাভে ব্যর্থ হন। কিছুদিন পূর্বে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকের সহায়তায় জানা যায়, লায়েক আহমদ (২৬) সাতক্ষীরা জেলায় আছে। এ বিষয়ে থানায় দাখিল করা জিডিমূলে ওসমানীনগর থানার এসআই মো: মলাই মিয়ার নেতৃত্বে একটি টিম সাতক্ষীরা জেলার সদর থানা অন্তর্গত লাভসা গ্রামের শেখ আনোয়ারুল ইসলাম আনু (৫০)-এর হেফাজত থেকে লায়েককে উদ্ধার করে নিয়ে আসেন।

শেখ আনোয়ারুল ইসলাম আনু জানান, গত ডিসেম্বর হতে লায়েক তাদের বাড়ীতে ছিল। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে তার পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। উদ্ধারের পর বৃহস্পতিবার লায়েককে তার মা-ভাইদের কাছে হস্তান্তর করেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকসহ সংশ্লিষ্টরা।

লায়েকের পরিবার ও গ্রামবাসী ওসমানীনগর থানা পুলিশ তথা সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *