নভেম্বর থেকে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট চালু।
সিলেট থেকে কক্সবাজারে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১২ নভেম্বর বহুল কাঙ্খিত এই ফ্লাইট চালু হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে কক্সবাজারে ফ্লাইট যাবে। কক্সবাজার থেকে সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার ফিরতি ফ্লাইট সিলেটে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানের পক্ষ থেকে সম্প্রতি সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। তবে, নতুন এ রুটের ফ্লাইটের টিকেট গতকাল বুধবার থেকে বিক্রি শুরু হয়েছে।
বিমানের জেলা ব্যবস্থাপক আরো জানান, বৃহস্পতিবার ঢাকা-সিলেট-কক্সবাজার-ঢাকা রুটে এবং মঙ্গলবার ঢাকা-সিলেট-কক্সবাজার-সিলেট-ঢাকা রুটে বিমান ফ্লাইট অপারেট (পরিচালিত) হবে। এ ফ্লাইটে সিলেট থেকে কক্সবাজার যেতে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় হবে।
হজ্ব এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর যুগ্ম মহাসচিব ও লতিফ ট্রাভেলসের স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী শিরু বিমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন এ রুটে ফ্লাইট চালুর বিষয়টি গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে অবহিত করা হয় বলে জানান তিনি। এ রুটের সর্বনিম্ন ভাড়া ৩,৯৭৫ টাকার সাথে ট্যাক্স দিতে হবে আরো ৭২৫ টাকা। ফলে ভাড়া দাঁড়াবে ৪,৭০০ টাকা। আর রিটার্ন টিকেটের বেইজ ফেয়ার ৭,৯৫০ টাকার সাথে ট্যাক্স দিতে হবে আরো ১৪৫০ টাকা। ফলে ভাড়া দাঁড়াবে ৯,৪০০ টাকা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ জানান, সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালুর বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সাথে ২০১৮ সালে সিলেটে যৌথসভা করেন। উভয় চেম্বার এ ফ্লাইট চালুর দাবি জানায়। দীর্ঘদিন পর এ ফ্লাইট চালু হওয়ায় তিনি খুশি বলে জানান সিপার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী খন্দকার সিপার আহমদ। তবে, এ ফ্লাইটের সাথে চট্টগ্রামকে সংযুক্ত করারও দাবি জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী গত মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের উদ্বোধনকালে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলেন। এর দু’দিন পর এ রুটে ফ্লাইট চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলো।
বিমানের একটি সূত্র জানায়, কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর সিলেটের বিপুল সংখ্যক পর্যটক যাতায়াত করেন। এতোদিন পর্যটকদের সড়কপথে সিলেট থেকে কক্সবাজারে যেতে হতো। ফ্লাইট চালু হওয়ায় এখন পর্যটকদের আকাশপথে যাতায়াতের পথ সুগম হলো।





