#সিলেট বিভাগ

নবীগঞ্জ শহরের ফুটপাত দখলদারদের জরিমানা !

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে শহরের যানজট নিরসন ও অবৈধ দখলদারের কবল থেকে ফুটপাত উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, স্কুল রোড, শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন নির্ধারিত স্থানের বাইরে দোকানের আসবাবপত্র রাখার দায়ে ১৬টি স্থায়ী-অস্থায়ী দোকানকে ২২ হাজার দু’শত টাকা ও দুইটি সিএনজি অটোরিকশাকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মৃদূল এর নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অভিযানে বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। এসব দোকানপাট পুনঃস্থাপন করা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনা করার জন্য পর্যাপ্ত জায়গা আছে। সুন্দর শহর গড়তে হলে জনসাধারণের সার্বিক সহযোগীতা একান্ত প্রয়োজন। সবার সহযোগীতা থাকলে একটি যানজট মুক্ত পৌর শহর করতে পারবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *