নগরীর গুরুত্বপূর্ণ ৭টি এলাকায় হকার নিষিদ্ধ।
সিলেট সিটি কর্পোরেশন নগরীর হকার উচ্ছেদ করতে আবারো উদ্যোগ নিয়েছে । বুধবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৭টি এলাকার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
জানা গেছে, নগরীর সৌন্দর্য বর্ধনে সিসিকের পক্ষ থেকে সম্প্রতি আরো বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে আগামি ১ জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত সড়ক দিয়ে রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে।
এছাড়া বুধবার (১৬ই ডিসেম্বর) থেকে নগরীর সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, মহাজনপট্রি, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় ফুটপাত দখল করে জনগণের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে কোন ব্যবসা পরিচালনা না করতে নির্দেশ দিয়েছে সিসিক। সিসিকের পক্ষ থেকে মঙ্গলবার নগরীতে এমন মাইকিংও করা হয়।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় বলেন, আমরা সিলেটকে একটি সুন্দর নগরী গড়ে তুলতে চাই। সবার সহযোগিতায় এবার হকার উচ্ছেদ সফল হবে বলে আশা করি।





