#সিলেট বিভাগ

ধোপাদীঘি সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরের ঐতিহ্যবাহী ধোপাদিঘী সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সোমবার (২১ জুন ২০২১) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ধোপাদিঘী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখান। এসময় মন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা দেন।

ধোপাদিঘী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর সহ সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *