#সিলেট বিভাগ

দাঁড়িয়াপাড়ায় কিশোরীকে ধর্ষণ।

সিলেট এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের পর সিলেটের দাঁড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণ করলো ছাত্রলীগ কর্মী নিজু। একদিনের রিমান্ডে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিজু।

ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত রাকিবুল হোসেন নিজুকে গত সোমবার একদিনের রিমান্ডে নিয়েছে কতোয়ালী থানা পুলিশ। ওইদিন সিলেট মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা জানান নিজুর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলা তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাচ্ছেনা। কিশোরীকে তার ভাড়াটে বাসায় কিভাবে ফুসলিয়ে এনেছে সেসব তথ্য জানায় সে।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বলেন, রিমান্ড শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নিয়ে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর তাকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। গ্রেফতার হওয়া নিজু ছাত্রলীগের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দের গ্রুপের কর্মী।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গেলো ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপস না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *