#সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার।

সিলেট প্রতিনিধিঃ
র‍্যাব-৯ দক্ষিণ সুরমা চন্ডিপুল থেকে ৫২২৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র পাব্বান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছব্বির আলীর পুত্র তোতা মিয়া (৫০)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *