তাজপুর কলেজে ছাত্রদের সংঘর্ষে পুলিশসহ আহত ৯।

সিলেট প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় আধাঘন্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়ক দিয়ে যাওয়ার পথে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহায়তা করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন, ওসমানীনগর থানা পুলিশের এস আই শাহ আলম, পুলিশ কনস্টেবল তৌফিকুল ইসলাম ও সারওয়ার আলম এবং তাজপুর বাজারের বাসিন্দা সাম্য (২২), কাদিপুর গ্রামের বাসিন্দা রাজু (২৩), খুরশেদ (৩২), বেলাল (৩০), আল আমিন (২২) সহ আরো কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাজপুর ডিগ্রী কলেজের আই.এ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাম্য এবং কবিরের সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক মিয়া এবং তারেক আহমদ হেঁটে যাচ্ছিল। এ সময় সিনিয়র-জুনিয়র নিয়ে ৪ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে সবমিলিয়ে চার দফা সংঘর্ষ হয় বলে জানা গেছে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসমানীনগর থানা পুলিশের এস আই শাহ আলম, পুলিশ কনস্টেবল তৌফিকুল ইসলাম ও সারওয়ার আল। খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আইন শৃংখলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএস মাঈন উদ্দিন। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছে।