ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার।

সিলেট প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ওৎ পেতে বসে থাকা অবস্থায় গত রোববার মধ্যরাতে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পঠানো হয়েছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে ডাচ-বাংলা ব্যাংক এর এটিএম বুথের সামনে ৪ ছিনতাইকারী ধারালো চাকু নিয়ে পথচারীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় (সিলেট-থ-১২-৯৯৫৯) সিএনজি অটোরিক্সাসহ ছিনতাইকারীদের আটক করে।
আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া (চৌধুরীবাড়ীর) মৃত আব্দুস ছালামের পুত্র বর্তমানে আল ইসলাহ বালুচরের বাসিন্দা শহিদ নুর (৩৩), নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার বাগাদিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র বর্তমানে মেজরটিলা মোহাম্মদপুরে সুজনের বাসায় বসবাসকারী তোফায়েল আহমদ সুহেল (৩২), শাহপরাণ থানার পীরেরবাজার (টিকরপট্টি) গ্রামের মৃত শওকত হোসেনের পুত্র আজিজ আহমদ আজিম (৫৩) এবং মোগলাবাজার থানার দক্ষিণ করিমপুর গ্রামের মৃত গনি মিয়ার পুত্র আব্দুল মতিন কামরান (৪৩)।
অভিযানে নেতৃত্ব দেন এসআই স্নেহাশীষ পৈত্য। সঙ্গে ছিলেন এসআই মাজহারুল ইসলাম, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই আপন মিয়া, এএসআই শেখ সাদী ও এএসআই সফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।