#সিলেট বিভাগ

চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান।

সিলেট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল। অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।

সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তিনি অফিসের বিভিন্ন নথিপত্র, রেজিস্ট্রি কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করেন।

অভিযান শেষে সাংবাদিকরা অনিয়ম সম্পর্কে জানতে চাইলে সাইফুল রহমান সরাসরি কোনো মন্তব্য না করে জানান, “তিন কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। তখন বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়। স্থানীয়দের মধ্যে অভিযানকে ঘিরে আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনেকেই দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অফিসে স্বচ্ছতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্টার খালেদা বেগম বলেন, এ অফিসে আমি নতুন গত সাপ্তাহে যোগান করেছি। পূর্বের কর্মকর্তা থাকাকালীন দুদকে একটি অভিযোগ করা হয়েছিল সে বিষয়ে দুদক তদন্তে আসেন। এছাড়া আমার অফিসে কোন অনিয় দুর্নীতি হলে আমাকে তাৎক্ষণিক জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। ঘুষ ও হয়রানি মুক্ত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি কেহ হয়রানী করে এর প্রমাণ মিলে কাউকে ছাড় দেয়া হবেনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *