গোয়াইনঘাটে একই পরিবারের তিনজন খুন !
সিলেট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে স্ত্রী-দুই শিশু হত্যার ঘটনায় সন্দেহের তীর স্বামী হিফজুর রহমানের দিকে। পুলিশ জানিয়েছে, পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে এ ঘটনার জন্য হিফজুরকে ঘিরে তাদের সন্দেহ। গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের এএসপি (সার্কেল) প্রভাষ কুমার সিংহ জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন হিফজুরের জ্ঞান ফিরলেও তার এখনো কথা বলার মতো অবস্থা হয়নি। তার ডান উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার সাথে কথা বলার পর ঘটনার মূল রহস্য বেরিয়ে আসতে পারে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়ি থেকে বুধবার ভোর রাতে তার স্ত্রী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা হলেন হিফজুর রহমানের স্ত্রী আলেমা (৩০), ছেলে মিজান (৮), মেয়ে আনিসা(৩)। ওসমানী হাসপাতালে পুলিশ প্রহরায় আলেমার স্বামী হিফজুর রহমানের চিকিৎসা চলছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, হিফজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমান। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা এসে ঘরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পান।এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঝড়ো হয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ওসি আব্দুল আহাদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





