#সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করলেন ব্যারিষ্টার সুমন।

সিলেট প্রতিনিধি :
এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন-এর উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন প্রক্লপের পরিচালক মোঃ আহসান হাবিবের তত্ত্বাবধানে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের পর গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩নং তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তেলিখাল গ্রামে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের পর বিধবা কুলসুম বেগমের কাছে গৃহ নির্মাণ ঘরটি হস্তান্তর করা হয়।

বিশিষ্ট মুরব্বী আসবাহ উদ্দিন লিটু এর সভাপতিত্বে এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং বলেন, আমার এলাকায় অসহায় দরিদ্র মানুষের আসায় আমার পক্ষে থেকে ধন্যবাদ ও অভিনন্দন পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক-মোঃ আহসান হাবীব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *